• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২১
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

তালায় ৫দফার দাবিতে বি’ক্ষো’ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান,পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তালা উপজেলা জামায়াত ইসলামির আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে সাতক্ষীরা তালা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ প্রদান আতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা -১(তালা- কলারোয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য ও পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

 

আরো পড়ুন – ফেসবুকের বিশাল আপডেট : মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত

 

তিনি বলেন জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান,পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এ সমাবেশ। তরুন প্রজন্মের প্রথম ভোট ‘ দাঁড়িপাল্লার পক্ষে হোক’। জামায়াত দেশ শাসনের দায়িত্ব পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ এমনকি নারীরাও সবচেয়ে মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। এজন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর ইসলামী প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

 

তিনি আরো বলেন, চব্বিশের জুলাই আমাদেরকে ফ্যাসিস্টমুক্ত বা দুর্নীতি-চাঁদাবাদমুক্ত দেশ গড়ার স্বপ্ন শেখাতে পারেনি, কিন্তু কিভাবে আগামীর একটি নতুন বাংলাদেশ গড়া যায় সেটি শিখিয়েছে। সুতরাং তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে অন্তত: পূর্বের ভুল আর করবে না, যাতে আবারো কোন ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশে হয়। তিনি একটি সাম্যের ও বেকারমুক্ত দেশ গড়ার জন্য নতুন ভোটারদের কাছে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। তিনি একটি সাম্যের ও বেকারমুক্ত দেশ গড়ার জন্য নতুন ভোটারদের কাছে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।

 

বিশেষ অতিথির বক্তৃতায়, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, বলেন দেশেকে একটি মডেল হিসেবে দেখতে চাই। তিনি বলেন, দেশ স্বাধীনের দীর্ঘ ৫৪ বছরেও জামায়াতের বিরুদ্ধে হিন্দুসহ অন্য সম্প্রদায়ের লোকদের ওপর নির্যাতন, বাড়ি দখলের কোন প্রমাণ কেউ দিতে পারেনি। কিন্তু আওয়ামীলীগ বিগত দেড় দশকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে।

 

বিশেষ অতিথির বক্তৃতায়, শ্রমিককল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী। তিনি বলেন,
ফ্যাসিস্টরা আজ তারা দেশছাড়া। এখনও যারা নানাভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আগামী নির্বাচনে দেশপ্রেমিক ছাত্র-জনতা তাদেরকে উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী নির্বাচনে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ভাইকে বিজয়ী করার মধ্যদিয়ে আগামীতে ইসলামের এবং কোরআনের দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসতে হবে।

 

বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডাঃ আফতাব হোসেন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাও রেজাউল করিম, তালা ইউনিয়ন আমির মোঃ মুজিবুর রহমান,খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন,তেতুলিয়া ইউনিয়ন আমির মাওঃ আঃ হালিম, ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান, উপজেলা যুব জমাত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, অফিস সেক্রেটারী জাহাঙ্গীর হোসাইন, হাফেজ শাহ আলম, ইসলামকাটির ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাকিম।খলিলনগর ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান। তালা ইউনিয়ন মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান। উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সেক্রেটার মাস্টার নাজমুল ইসলাম।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com