• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০১
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

কর্মসূচি ব্যবস্থাপনার উপর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

লিডার্স ৭-৯ অক্টোবর ২০২৫ তারিখে খুলনার সিএসএস আভা সেন্টারে রেসিলিয়েন্ট ইন্সটিটিউশন ফর স্কেলিং আপ এমপাওয়ারমেন্ট (RISE) প্রকল্পের আওতায় ৩ দিনের “কর্মসূচি ব্যবস্থাপনার উপর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ” সফলভাবে আয়োজন করে।

 

এই প্রকল্পটি যুক্তরাজ্যের অর্থায়নে দাতা সংস্থা কমিক রিলিফ কর্তৃক পরিচালিত হচ্ছে এবং সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মণ্ডল এবং সভাপতিত্ব করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মণ্ডল।

 

এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা এবং লিডার্স টিমের সদস্যদের পেশাদার দক্ষতা বৃদ্ধি করা যাতে তারা আরও কার্যকর, দক্ষ এবং টেকসই কর্মসূচি বাস্তবায়ন করতে পারে।

 

আলোচিত মূল বিষয়গুলির মধ্যে ছিল জলবায়ু পরিবর্তন বিজ্ঞান, অভিযোজন এবং প্রশমন, স্থিতিস্থাপক কৃষি, ফসল বৈচিত্র্য, ওয়াশ এবং সংঘাত সংবেদনশীলতা ইত্যাদি।

 

বিশেষজ্ঞ সহায়তাকারীরা হলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোছাদ্দেক হোসেন, কৌশিক রায়, বুলবুল হোসেন, অসিত মণ্ডল, পিন্টু কুমার দত্ত, শারমিন আরা লিনা, জয়দেব জোদ্দার, এবিএম জাকারিয়া এবং মোহন কুমার মণ্ডল।

 

RISE প্রকল্প এবং অন্যান্য প্রোগ্রামের কর্মীগণ সক্রিয়ভাবে গ্রুপ ওয়ার্ক, কেস স্টাডি এবং অন্যান্য আলোচনা ও কার্যক্রমে অংশগ্রহণ করেছেন যার ফলে এই প্রশিক্ষণটি সমৃদ্ধ এবং সহযোগিতামূলক একটি শিক্ষণ অভিজ্ঞতায় পরিণত হয়েছে।
RISE প্রকল্পটি বর্তমানে মোংলা (বাগেরহাট), কয়রা ও দাকোপ (খুলনা) এবং শ্যামনগর (সাতক্ষীরা) – এলাকাতে বাস্তবায়িত হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com