• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২০
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

শ্যামনগরে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষনের উপর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

শ্যামনগরে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষনের উপর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত ” লিডার্স-এর আয়োজনে এবং ZSP প্রকল্পের আওতায় লিডার্স প্রধান কার্যালয়ে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নের লক্ষ্যে লবণ সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনজিত কুমার বর্মণ,শিক্ষক সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, সদস্য সাধারণ পরিষদ লিডার ও বিশিষ্ট সাংবাদিক ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন লিডার্স-এর হেড অব অ্যাকাউন্টস রায়হান কবির, ZSP প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন, এবং SLSCCVP প্রকল্পের প্রকল্প সমন্বয়ক জয়দেব জোদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স-এর টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস। কর্মশালায় অংশগ্রহণ করেন শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকবৃন্দ।

 

অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় লবণ সহিষ্ণু ধানবীজের ভূমিকা, উৎপাদন কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং স্থানীয়ভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। সভাপতি রনজিত কুমার বর্মণ তাঁর বক্তব্যে বলেন, “উপকূলীয় অঞ্চলের কৃষকদের প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও অনাবৃষ্টি সমস্যায় সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এই পরিস্থিতিতে লবণ সহিষ্ণু ধানবীজ চাষ স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ হবে। এটি শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।”

 

বক্তারা আরও বলেন, উপকূলীয় এলাকার কৃষিতে লবণাক্ততা এখন একটি বড় চ্যালেঞ্জ। তাই লবণ সহিষ্ণু ধানবীজের উৎপাদন ও সংরক্ষণ কৃষকদের জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com