• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০৩
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

বাগেরহাটে পুলিশের উপর বোমা হামলা, জেএমবির ৮ সদস্যের সাজা

প্রতিনিধি: / ৩০২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট: বাগেরহাটে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমব’র ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আতিকুস সামাদ আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। আদালতের রায়ে জেএমবি’র ৪ সদস্যকে ৩ বছর, তিন সদস্যকে ২ বছর করে এবং একজনকে ১ বছরের কারাদন্ড ও একজন বাদে সকলকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালতের রায়ে সাজাপ্রাপ্তরা হলেন, মোঃ আকাশ বাবু, মোঃ হাবিবুল্লাহ, মোঃ কবিরুল ফরাজী, মিজাননুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোঃ কামসুদুর রহমান, মোঃ মোরশেদ আলম ও মোঃ সাইফুল ইসলাম। এদের সকলের বাড়ী বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। রায় শেষে সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ অক্টোবর বাগেরহাটের কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের একটি বাড়িতে জেএমবি’র সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ঘরের মধ্য থেকে পুলিশের উপর বোমা নিক্ষেপ করে জেএমবি’র সদস্যরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে এবং বাকী ৪ জনকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করা হয়। দীর্ঘ ৮ বছর ধরে পর আদালত এ রায় ঘোষনা করে। এসময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ শহীদুজ্জামান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com