• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন 

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় হত দরিদ্রের বন্দবস্ত ৩ বিঘা জমিতে চিংড়ি ঘেরের বাসাবাড়ি ভাংচুর করে ঘের দখলের অভিযোগ এনে রোববার পাইকগাছা প্রেসক্লবে সংবাদ সম্মেলন করে হাসিনা বেগম নামে এক নারী। একই ঘটনা দেখিয়ে মঙ্গলবার সকালে পাল্টা সংবাদ সম্মেলন করেন নবীরন বিবি নামে আরেক নারী। সংবাদ সম্মেলনে নবীরন বিবি লিখিত বক্তব্য বলেন, পাইকগাছা উপজেলার শিবেরবাটি মৌজায় ৩ বিঘা জমি ডিসিয়ার মুলে ভোগ দখল আছি। পরবর্তীতে আমরা স্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করিলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার, এসি ল্যান্ড ও ইউএনও তদন্ত করে চিরস্থায়ী বন্দোবস্তের আবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের স্বাক্ষর শেষে জেলা প্রশাসকের চূড়ান্ত
অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। এদিকে আমরা উক্ত জমিত্যে ধান্য মৎস্য চাষ করিয়া জীবন জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি। একটা মহল আমাদের বিরোধীতা করিয়া উক্ত জমি আত্মসাথ বা জবর দখল করার ষড়যন্ত্র করিয়া আসিতেছে। আমাদের প্রতিপক্ষ হাসিনা বিবি ও তার পুত্র আজিবার রহমান আমাদের দখলী জমি দাবি করিয়া দখল নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ভুমি অফিস জমি পরিমাপ করে আমাদেরকে বুঝিয়ে দেন। ওই সময় দেখা যায় হাসিনা বিবির জমির দলিলের দাগ খতিয়ান এবং আমাদের দখলীয় জমির দাগ খতিয়ান ভিন্ন ভিন্ন। তাছাড়া হাসিনা বিবির বন্তোবস্তকৃত দলিল ও দাগের জমিতে জনৈক জি,এম মাহফুজুল হক কিনু ধান্য ও মৎস্য চাষ করিতেছেন এবং অদ্যবধি উক্ত লীজ মালিকের কাছ থেকে তারা হারীর টাকা গ্রহণ করিয়া আসেতেছেন। চলতি বছর উক্ত জমিতে বাঁধ ও বাসাবাড়ি সংস্কার করে মৎস্য চাষ করিতেছি। বর্তমানে মাছ ধরার উপযোগী হইয়াছে। এঅবস্থায়  হাসিনা বিবি ও তার পুত্র
আজিবার রহমান বহিরাগত গুন্ডা পান্ডা লোক নিয়ে মৎস্য ঘেরে হামলা বাসাবাড়ি ভাংচুর ও মাছ ধরিয়া দুই লক্ষ টাকার অধিক ক্ষতি সাধন করে। আমি উক্ত বিষয়ে হাসিনা ও তার পুত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com