• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

বাগেরহাটে শিশু যৌন নিপীড়নের ঘটনায় আটক ১

প্রতিনিধি: / ২৭৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার:  বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বয়ারসিংগা গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে মামলার এজাহার সূত্রে জানা যায়।মামলার বিবরণে জানা গেছে, শুক্রবার( ১ মার্চ) সকাল ৯ টায় গুচ্ছ গ্রাম বয়ারসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ বছরের শিশুটি খেলাধুলা শেষ করে  বাড়ি ফেরার পথে অভিযুক্ত সালাম মোল্লা(৫৫) শিশুটিকে ২০ টাকার লোভ দেখিয়ে হাত ধরে নিজ বসতঘরে টেনে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে  শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয়।এসময় শিশুটি চিৎকার করে তার হাতে থাবা দিলে অভিযুক্ত সালাম মোল্লা ভয়ে শিশুটিকে ছেড়ে দিলে শিশুটি দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়।পরবর্তীতে শিশুটি বিস্তারিত ঘটনা বাড়িতে গিয়ে তার দাদিকে জানায়।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি শুনে অভিযুক্তের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় এলাকাবাসী অভিযুক্তের এহেন আচরণে ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুসি মারে।এতে অভিযুক্ত সালাম মোল্লা সামান্য আহত হওয়ায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আটক করে কচুয়া থানা পুলিশ।এঘটনায় শিশুটির দাদা মুঞ্জুর আলী(৭০) বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।মামলা নং ০১ তাং ০১/০৩/২৪,ধারা-না: শিনি:দ:আইন ১০ ধারা।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন এ প্রতিনিধিকে জানান,একটি শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে।অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।#


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com