• সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০২
সর্বশেষ :
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন ব্রহ্মরাজপুরে দীর্ঘদিন ধরে ওয়ারেশ নিয়ে বিরোধ: অবশেষে আদালতের রায়ের মাধ্যমে নিষ্পত্তি

গৌতম গম্ভীর-বিরাট কোহলির আলিঙ্গন নিয়ে আলোচনা

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

স্পোর্টস: গৌতম গম্ভীর আর বিরাট কোহলির বৈরিতা নিয়ে নতুন করে বলার আছে কমই। প্রায় প্রতি আইপিএলের নিয়মিত দৃশ্য দুজনের বিরোধ। গত আইপিএলে একজনকে আরেকজনের দিকে তেড়ে যেতেও দেখা গেছে। দুজনের দুই দলের মুখোমুখি হওয়া মানেই নতুন কোনো উত্তাপের ঝাঁঝ সামনে আসা। তবে গত শুক্রবার বেঙ্গালুরুতে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ভিন্ন দৃশ্যই দেখা গেছে। যার একটি ভিডিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে। টাইম আউট বিরতির সময় চিরবৈরিতা ভুলে কোহলি-গম্ভীর আলিঙ্গনাবদ্ধ হন। এই সময় ব্যাটিং করছিল বেঙ্গালুরু। রজত পাতিদারকে নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন কোহলি। বিরতিতে মাঠে প্রবেশ করেন কলকাতার মেন্টর গম্ভীর। তাঁকে দেখে কোহলিই এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন, গম্ভীরও তাতে সাড়া দেন। এরপর তাঁদের আলিঙ্গন। এই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন দুই সাবেক ভারতীয় তারকা রবি শাস্ত্রী ও সুনিল গাভাস্কার। দুজনই বিষয়টি নিয়ে ভালোই মজা করেছেন। শাস্ত্রী বলেন, দুজনকে ‘ফেয়ার-প্লে’ ট্রফি দেওয়া উচিত। গাভাস্কারও থেমে থাকেননি, ‘কেবল ফেয়ার-প্লে না, দুজনকে অস্কার দেওয়া উচিত।’ গত বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। বেঙ্গালুরুর বিপক্ষে এক ম্যাচে তাঁর সঙ্গে বাগবিতÐা হয় কোহলির। দুজন প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিলেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছিল। দুজনের বৈরিতা অবশ্য খেলোয়াড়ি জীবন থেকেই। আইপিএলেই দুজনকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে একাধিকবার। অবশেষে সেই বিরোধের সমাপ্তি হলো, বলাই যায়!


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com