• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭
সর্বশেষ :
ফুলকপি একটি পুষ্টিকর সবজি, যা শরীরের জন্য অনেক উপকারী। ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

শ্যামনগরে কাটাখাল অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করার আবেদন 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১২৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করার আবেদন 

সাতক্ষীরা’র শ্যামনগর পৌরসভায় অবস্থিত নকিপুর মাজাট গ্রামের কাটাখালের এর উপর দিয়ে অবৈধ বাঁধ  দিয়ে আটল পাটা দিয়ে মাছ চাষাবাদকারী দের থেকে দখল মুক্ত করে জনস্বার্থে উন্মুক্ত করার দাবীতে নকিপুর মাজাট এলাকা বাসিদের পক্ষে নকিপুর মাজাট গ্রামের  জিয়াদ আলী সরদারের ছেলে  সিরাজুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
বিবাদীরা হলেন একই এলাকা নকিপুর মাজাট আব্দুল মজিদ মাঝির ছেলে মোশারাফ হোসেন মাঝি,মৃতু মনতেজ গাজীর ছেলে সাজু গাজী, বিল্লাল হোসেন,মৃতু মনতেজ গাজীর জামাই ময়নুদ্দীন হোসেন,মৃতু ভাদ্র গাজীর ছেলে গোলাম মোস্তফা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,বিবাদীগন বিগত দিনে জুলুমবাজ চাঁদাবাজি অর্থ বানিজ্যকারী, অপকর্মের হোতা  ১৬টি বৎসর তাহারা এলাকায় বিভিন্ন কু- কর্মের জড়িত ও লিপ্ত থাকে দখল দারিত্ব কার্যক্রম পরিচালনা করেছে। তারা
একজোট হইয়া স্থানীয় নকিপুর মাজাট গ্রামে ও এলাকায় প্রতিটি স্তরে দখল দারিত্ব কায়েম করে নকিপুর মাজাট কাটাখালে অবৈধ ভাবে নিছক গায়ের জোরে আধিপত্য বিস্তার করিয়া বাঁধ দিয়ে আটল পাটা দিয়ে মাছ চাষাবাদ করিতেছে। যাহার কারনে এলাকার স্থানীয় জনসাধারণ কাটাখালটি ব্যবহার করিতে পারে না। জনসাধারণ মাছ ধরিতে পারে না। বিবাদীগন প্রভাব বিস্তার করে খালটি জনগনের ব্যবহার করিতে দেয় না। সেকারনে জনস্বার্থে খালটি চিরস্থায়ী ভাবে উৎমুক্ত করা আশু প্রয়োজন। নকিপুর মাজাট গ্রামে সরকারী কাটাখালটি জনস্বার্থে উৎমুক্ত করিলে জনসাধারণ দারুন ভাবে উপকৃত হইবে। যাহাতে নকিপুর মাজাট গ্রামে সরকারী কাটাখালটি অবৈধ দখলদার বিবাদীদের কবল থেকে উদ্ধার করে কাটাখালটি জনস্বার্থে চিরস্থায়ী ভাবে উৎমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com