• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০১
সর্বশেষ :
ফুলকপি একটি পুষ্টিকর সবজি, যা শরীরের জন্য অনেক উপকারী। ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের কারাদণ্ড | চাঁদা তুলতে গিয়ে ছাত্রদল নেতাসহ আটক ৩ শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সার্বজনীন মানববন্ধন ময়মনসিংহে হাসপাতাল-ক্লিনিকে র‌্যাবের অভিযান , ৫ লাখ টাকা জরিমানা উপকূলীয় শ্যামনগর, আশাশুনি ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে জলাবদ্ধতা ও কোনো কাঁচা রাস্তা : সাবেক এমপি কাজী আলাউদ্দিন

শ্যামনগরে জমি দ খ ল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২১৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মোছাঃ হাসিনা বেগম লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন যে, তার স্বামী মোঃ সিরাজুল হকের নামে থাকা সম্পত্তির ওপর প্রতিবেশীরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ১৯৯৭ সালের ১৬ জুন তার স্বামী শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের ৭৫নং মৌজায় ডিপি-২১৪৬ ও ২২৭৮ নং খতিয়ানে ৬৭৩১, ৬৭৩৮ ও ৬৭৩৪ দাগে মোট ০.৬২ শতক জমি রেজিস্ট্রি কোবালা দলিলের মাধ্যমে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল মজিদ কাগুচী তার পরিবারের নিকট বিক্রয় করেন।

 

দীর্ঘদিন ধরে তারা ঐ জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।কিন্তু সম্প্রতি আব্দুল মজিদ কাগুচী, তার স্ত্রী মোছাঃ রোমেছা বিবি, পুত্র আহম্মদ আলী কাগুচী ও আবু মুছা কাগুচী ওই জমির আশেপাশে অবস্থিত হাসিনা বেগমের ভিটাবাড়ির ওপর জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি জানান, গত ২৮ মার্চ সকালে তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা নির্মাণাধীন ভবনের রড কেটে নিয়ে যায়। এছাড়া গত ৯ এপ্রিল সকালে অমিমাংসিত জমির সীমানা থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এবং সেগুলো আত্মসাৎ করে। এর প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি করেন হাসিনা বেগম।

 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই জবরদখলমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন, না হলে যে কোনো সময় বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

 

তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এবং স্থানীয় ও জাতীয় পত্রিকার মাধ্যমে বিষয়টি তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com